প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল
জাগরণ বিডি ডেস্ক:
বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রতিশ্রুতি ভঙ্গ হলে তার দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে।
তিনি দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
জুলাই সনদ প্রসঙ্গে ফখরুল অভিযোগ করেন, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধের প্রতিশ্রুতি বাদ দেওয়ায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে।
তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে।
ফখরুল সতর্ক করে বলেন, নির্বাচন যত দেরি হবে, ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হবে।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫